শনিবার ২৩ নভেম্বর ২০২৪ - ০৯:২৭
শেষ যুগের একটি ভয়ানক খন্ড চিত্র

হাওজা / হজরত ইমাম আলী ইবনে আবু তালিব (আ.) তাঁর এক বক্তব্যে শেষ যুগের সার্বিক অবস্থা ও চিত্র তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মু'মিনিন ইমাম আলী ইবনে আবু তালিব (আ.) তাঁর এক বক্তব্যে শেষ যুগের সার্বিক অবস্থা ও চিত্র তুলে ধরেছেন।

ইমাম আলী (আ.) বলেন,

يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُقَرَّبُ فِيهِ إِلَّا الْمَاحِلُ،

সহসাই এমন এক সময় আসবে যখন এমন লোকদের উচ্চ মর্যাদা দেয়া হবে যারা অন্যের বদনাম করে বেড়ায়,

وَ لَا يُظَرَّفُ فِيهِ إِلَّا الْفَاجِرُ،

তখন দুষ্ট ও ধূর্ত প্রকৃতির লোককে বুদ্ধিমান বলা হবে!

وَ لَا يُضَعَّفُ فِيهِ إِلَّا الْمُنْصِفُ؛

এবং ন্যায়পরায়ণগণকে দুর্বল মনে করা হবে!

يَعُدُّونَ الصَّدَقَةَ فِيهِ غُرْماً،

মানুষ দান করাকে ক্ষতি বা লোকসান বলে মনে করবে,

وَ صِلَةَ الرَّحِمِ مَنّاً،

জ্ঞাতিত্বের বিবেচনা দায়িত্ব বলে মনে করবে,

وَ الْعِبَادَةَ اسْتِطَالَةً عَلَى النَّاسِ؛

এবং ইবাদতের স্থানসমূহ অন্যের ওপর (নিজের) মহত্ব দাবীর স্থান হবে!

فَعِنْدَ ذَلِكَ يَكُونُ السُّلْطَانُ بِمَشُورَةِ [الْإِمَاءِ] النِّسَاءِ،

এ সময় নারীর পরামর্শ ও নির্দেশে কর্তৃত্ব প্রয়োগ করা হবে!

وَ إِمَارَةِ الصِّبْيَانِ

অল্প বয়স্ক বালককে উচ্চ মর্যদায় আসীন করা হবে!

وَ تَدْبِيرِ الْخِصْيَانِ.

এবং নপুংসক লোক দ্বারা প্রশাসন চালানো হবে।

[নাহজুল বালাগা, ১০২ নম্বর হিকমতপূর্ণ বাক্য; অনুবাদক: জিহাদুল ইসলাম]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই যুগে ইমামে যামানা ইমাম মাহদী’র (আ.ফা.) অধীনে থাকার তাওফিক দান করুক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha